ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চোখের ভাষায় কথা বলে চাকরি হারাল চীনের সাংবাদিক (ভিডিও)

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৭:৩৫  
আপডেট :
 ২৩ মার্চ ২০১৮, ১৭:৪১

চোখের ভাষায় কথা বলে চাকরি হারাল চীনের সাংবাদিক (ভিডিও)

বেইজিং-এ সংবাদ সম্মেলন৷ মার্কিন মুলুক থেকে আসা এক চীনা সাংবাদিকের ‘বোরিং’ প্রশ্নে সাংহাই থেকে আসা আরেক চীনা সাংবাদিক চোখ কপালে তুলে বিরক্তি প্রদর্শন করে মহা বিপদে পড়েছেন৷

মঙ্গলবারের ঘটনা৷ টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে দেশ জুড়ে সম্প্রচারিত হবার পর দৃশ্যটি চীনের ইন্টারনেটে ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ লাল ড্রেস পরা এক মহিলা সাংবাদিক একটি লম্বা ও বিরক্তিকর প্রশ্ন করছেন, যার উদ্দেশ্য দৃশ্যত আমলা মহোদয়কে একটি অনুরূপ লম্বা ও বিরক্তিকর উত্তর দেবার সুযোগ করে দেওয়া – এছাড়া শি জিনপিং-এর মাহাত্ম্য বর্ণন তো আছেই৷ প্রায় ৪০ সেকেন্ড ধরে বকে গেলেন ঝাং হুইজুন, অ্যামেরিকান মাল্টিমিডিয়া টেলিভিশন বা এএমটিভি নামের ক্যালিফর্নিয়াভিত্তিক একটি চীনা ভাষায় টেলিভিশন কেন্দ্র, যারা নাকি চীনের সরকারি সিসিটিভি-র সহযোগী৷

ঝাং-এর পাশে বসে ছিলেন শাংহাই-এর ফাইন্যান্সিয়াল নিউজ সার্ভিস ইচাই মিডিয়ার সাংবাদিক লিয়াং সিয়াংগি (নীল পোশাক পরা)৷ ঝাং-এর কর্তাভজা ধরনের প্রশ্ন ও তার ভঙ্গিমা সহ্য করতে না পেরে, চোখ ঘুরিয়ে, মুখ ফিরিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন লিয়াং৷ লিয়াং-এর অভিব্যক্তির ক্লোজ-আপ চীনের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং সার্ভিস উইচ্যাট-এ ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে৷ দুপুরের মধ্যে লিয়াং-এর নাম চীনে টুইটারের বিকল্প সিনা ওয়াইবো-তে ট্রেন্ড করেছে; তাওবাও-এর মতো অনলাইন স্টোরে লিয়াং-এর ছবি দেওয়া টি-শার্ট আর মোবাইল কভার বিক্রি করা হচ্ছে৷

ততক্ষণে কমিউনিস্ট পার্টির সেন্সরদেরও টনক নড়েছে৷ কাজেই সব সার্চ ব্লক করে দিতেও বেশি সময় লাগেনি৷ শেষ খবর, চীনের বাৎসরিক জাতীয় কংগ্রেসের রিপোর্টার হিসেবে লিয়াং-এর অনুমতিপত্র নাকি বাতিল করা হয়েছে ও তাঁর ওয়াইবো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে৷ তবে ইচাই মিডিয়ায় তাঁর চাকরি যাবার খবরটা নাকি ঠিক নয়৷

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত