ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

প্রতি ১৫ মিনিটে একজন শিশু নির্যাতিত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১১:১৪  
আপডেট :
 ২০ এপ্রিল ২০১৮, ১১:৩৪

প্রতি ১৫ মিনিটে একজন শিশু নির্যাতিত

ভারতে যৌন নির্যাতন ও ধর্ষণ নিয়ে সাধারন জনগনের পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন বড় সব তারকারাও। কিন্তু এর মধ্যেই শিশু অধিকার রক্ষা সংক্রান্ত সংস্থার ক্রাইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে অবাক করা তথ্য। ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশুকে যৌন নিগ্রহ করা হচ্ছে বলে জানায় বেসরকারি স্বেচ্ছাসেবী এই সংস্থা।

ওই সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নাবালকদের বিরুদ্ধে অপরাধ গত ১০ বছরে ৫০০ শতাংশ বেড়েছে। এ ধরনের অপরাধের ৫০ শতাংশ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, ও উত্তরপ্রদেশে। এর মধ্যে শুধু ১৫ শতাংশই হচ্ছে উত্তরপ্রদেশে।

বিশেষজ্ঞদের মতে, শিশু নিগ্রহ আগেও হতো। কিন্তু বিষয়গুলো সামনে আসত না। বাবা-মা, অভিভাবক সামাজিক লজ্জা-অপমানের ভয়ে বিষয়গুলোকে লুকিয়ে রাখতেন। কিন্তু এখন দিন বদলেছে। বাবা-মায়েদের এ বিষয়ে সচেতন থাকা উচিত। সন্তানকে বিশ্বাস করুন। সন্তান কিছু বললে চুপ না করিয়ে মন দিয়ে শুনুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত