ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

‘ধর্ষকদের বেঁচে থাকার অধিকার আছে’

‘ধর্ষকদের বেঁচে থাকার অধিকার আছে’

১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড। শনিবার এই সিদ্ধান্ত দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ বিষয়ে ভারতীয় মন্ত্রিসভায় একটি অধ্যাদেশও জারি করা হয়।

তবে ধর্ষকদের মৃত্যদণ্ড দেয়ার বিরুদ্ধে মত দিলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তার মতে, ধর্ষকরাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে।

শনিবার দেশটির ভারতের কেরালার একটি শপিং মলে নিজের লেখা বই ‘স্পিল্ট-অ্যা লাইফ’ এর প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তসলিমা। কলকাতা টোয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তসলিমা নাসরিন পাল্টা প্রশ্ন করে বলেন, পশ্চিমবঙ্গে ধর্ষককে ফাঁসিতে ঝোলানো হয়। তাই বলে কী রাজ্যে ধর্ষণের সংখ্যা কমেছে? আগে ছেলেদের যথোপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

আরো খবর:

‘ওদের বিচার চেয়ে লাভ নাই, কোনো শাস্তি হয় না’

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত