ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

মধ্যপ্রাচ্যে উবারের প্রতিদ্বন্দ্বী কারিম’র তথ্য ফাঁস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:৫৭  
আপডেট :
 ২৪ এপ্রিল ২০১৮, ০০:৩৫

মধ্যপ্রাচ্যে উবারের প্রতিদ্বন্দ্বী কারিম’র তথ্য ফাঁস

সাইবার হামলার কবলে পড়েছে মধ্যপ্রাচ্যে উবারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কারিম। এই হামলায় তাদের এক কোটি ৪০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ১৪ জানুয়ারি বিষয়টি জানতে পারে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা স্টার্টআপ প্রতিষ্ঠান কারিম।

তবে কারিমের পক্ষ থেকে জানানো হয়, ওই তারিখের পর যেসব গ্রাহক তাদের অ্যাপে সাইনআপ করেছেন তাদের তথ্য হাতছাড়া হয়নি। ঘটনাটি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গেও কাজ করেছে তারা।

গ্রাহকদের পাঠানো এক ই-মেইলে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘একটি সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে কারিম, প্রতিষ্ঠানটি যেখানে তথ্য সংরক্ষণ করে সেখানে অবৈধভাবে প্রবেশ করা হয়েছে। যদিও আমরা এই ঘটনার সঙ্গে জড়িত কোনো প্রকার জালিয়াতি বা অপব্যবহারের প্রমাণ পাইনি।

ওই ই-মেইলে গ্রাহকদের বলা হয়, ‘আপনাদের গোপনীয়তা ও ডেটা সুরক্ষিত রাখতে পুনরায় নিশ্চয়তা দেয়া আমাদের দায়িত্ব।’

গ্রাহক ও চালকদেরকে পাসওয়ার্ড আপডেট করার পাশাপাশি অযাচিত যোগাযোগ বন্ধ করা এবং অপরিচিত ইমেইলে পাঠানো লিঙ্ক ক্লিক করা বা অ্যাটাচমেন্ট ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দেয় কারিম। আর তাদের ব্যাংক অ্যাকাউন্ট বিবৃতিও পর্যালোচনা করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে ১৩টি দেশে ৯০টির বেশি শহরে সেবা দিচ্ছে কারিম।

বিএএফ/

  • সর্বশেষ
  • পঠিত