ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

ব্রাজিলে 'হলুদ জ্বর' কেড়ে নিল ৪০৯ জনের প্রাণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০১৮, ১৯:০৪

ব্রাজিলে 'হলুদ জ্বর' কেড়ে নিল ৪০৯ জনের প্রাণ

মরণব্যাধি হলুদ জ্বরের প্রভাবে গত বছরের জুলাই থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত প্রাণ গেছে ৪০৯ জনের। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১০ মাসে দেশটিতে এখন পর্যন্ত এই রোগে মোট আক্রান্তের সংখ্যা ১২৬১ জন।

চলতি বছর এই রোগের প্রকোপ সময়ের সাথে সাথে বেড়েই চলেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে।

গত ১৬ জানুয়ারি সাও পাওলো অঙ্গরাজ্যকে উচ্চ-ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে যাওয়া পর্যটকের আগে থেকেই ভ্যাকসিন নেয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ব্রাজিল সরকারও দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত