ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

পাকিস্তানের বাঙ্কার গুঁড়িয়ে দিল বিএসএফ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০১৮, ১৪:৩৪

পাকিস্তানের বাঙ্কার গুঁড়িয়ে দিল বিএসএফ

দুই দেশের সীমান্তরেখা লাগোয়া পাকিস্তান রেঞ্জার্সের কয়েকটি বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)৷ বিএসএফ এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে এই ধরনের আক্রমণ বন্ধ রাখার বার্তা পাঠাতে বাধ্য হয় পাকিস্তান।

বৃহস্পতিবার থেকেই কাশ্মীরের লাইন অব কন্ট্রোল সংলগ্ন ভারতীয় অংশে মর্টার শেল ও গুলি ছুঁড়তে থাকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী৷ এতে মারা যান এক বিএসএফ জওয়ান৷ জম্মু কাশ্মীরের আরএসপুরা ও আরানিয়া সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের জেরে মারা যায় পাঁচ বেসামরিক ভারতীয় নাগরিক৷ আহত হন অনেকে৷

ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এই দুই সেক্টরে স্কুলগুলো বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ৷ বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়৷ এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ শুক্রবার গভীর রাতে প্রবল প্রতি উত্তর দেয় বিএসএফ৷

সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের শিবির ধ্বংস করতেই এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে বিএসএফ৷ এই হামলায় ধ্বংস হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকটি বাঙ্কার।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত