ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

ইথিওপিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশে বিস্ফোরণ: কয়েকজন আহত

ইথিওপিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশে বিস্ফোরণ: কয়েকজন আহত

ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবি আহমদের সমাবেশে শনিবার বিস্ফারণের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকেজন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শনিবার সকালে রাজধানী আদ্দিস আবাবার মেসকেল স্কয়ারে সমাবেশের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী আহমেদ। এতে বেশ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলো। সমাবেশে তিনি বক্তব্য রাখার পরপরই বোমাটি বিস্ফোরিত হয়। তবে এতে প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। কেননা বক্তৃতা দেয়া শেষ করার পরই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল নিরাপত্তা কর্মীরা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে। তবে তাদের কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম‘দ্য আদ্দিস স্টান্ডার্ড’একে একটি ‘ছোট বিস্ফোরণ’এবং এতে মাত্র অল্প কয়েককজন আহত হয়েছেন বলে জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে আকস্মিকভাকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম দেসালেগন। এরপরই ক্ষমতায় আসেন আহমেদ।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত