ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মার্কিন সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি নিয়োগ দিলেন ট্রাম্প

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ১১:৪৩  
আপডেট :
 ১০ জুলাই ২০১৮, ১১:৫২

মার্কিন সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি নিয়োগ দিলেন ট্রাম্প

ফেডারেল আপিল কোর্টের বিচারপতি ব্রেট কাভানগকে সুপ্রিম কোর্টে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার রাতে তার নাম ঘোষণা করেন তিনি।

সর্বোচ্চ মার্কিন আদালত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও আটজন বিচারপতি নিয়ে গঠিত হয়। প্রেসিডেন্ট মনোনীত বিচারপতিদের নিয়োগ দেয় সিনেট। একবার নিয়োগ দেয়ার পর পদত্যাগ, অবসর বা অভিশংসন ছাড়া ওই বিচারপতিরা আমৃত্যু দায়িত্ব পালন করতে পারেন।

সম্প্রতি বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরে যাওয়ার ঘোষণা দেয়ার পর নতুন বিচারপতি নিয়োগের পরিস্থিতি তৈরি হয়। পরে মনোনয়ন পাওয়া বিচারপতির নাম ঘোষণা করা হয়।

এর আগে কনজারভেটিভদের প্রস্তাবিত ২৫ জনের তালিকা থেকে বিচারপতি বেছে নিতে গত সপ্তাহের সোমবার ও মঙ্গলবার তাদের সাক্ষাৎকার নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কাভানগ ২০০৬ সালে ডিস্ট্রিক অব কলম্বিয়া সার্কিটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কোর্ট অব আপিলের দায়িত্ব পালনের সময় থেকেই কট্টর রক্ষণশীল বিচারক হিসেবে পরিচিত।

কাভানগকে নিয়োগ দেয়া হলে ৯ সদস্যের সুপ্রিম কোর্টে কনজারভেটিভদের আধিপত্য বহাল থাকবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত