ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশির যাবজ্জীবন

থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশির যাবজ্জীবন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় শুক্রবার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক নাইমুর জাকারিয়া রহমানকে ৩০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে স্থানীয় এক আদালত।

প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট অফিসে বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে প্রধানমন্ত্রীকে কুপিয়ে ও গুলি করে হত্যার পরিকল্পনা করেছিলেন ২১ বছর বয়সী এই যুবক। এই গত জুলাই মাসে নাইমুরকে দোষী সাব্যস্ত করেছিলেন লন্ডনের এক আদালত। শুক্রবার তাকে যবিজ্জীবন দিয়েছে ওই একই আদালত।

উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করতেন নাইমুর। বহু কাঠ খড় পুড়িয়ে গত বছরের ২৮ নভেম্বর তাকে গ্রেপ্তারে সক্ষম হন বিটেশ গোয়েন্দারা। এর আগে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অশালীন ছবি পাঠানোর সন্দেহে গত বছর অগাস্টে নাইমুরকে আটক করেছিল পুলিশ। তখন তার মোবাইল ফোনে ধর্মীয় উগ্রবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পেয়ে তার পিছু নেন কর্মকর্তারা। তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দেয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

শুক্রবার সাজা ঘোষণার সময় বিচারক হ্যাডন কেইভ বলেন, ‘গ্রেপ্তার করা না হতো তাহলে তিনি ঠিকই ওই হামলা চালাতেন।’

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত