ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ক্ষমতা হারানোর পর ঘর ভাঙছে বরিস জনসনের

ক্ষমতা হারানোর পর ঘর ভাঙছে বরিস জনসনের

যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। প্রধানমন্ত্রী তেরেসা মের ব্রিক্সিটের জের ধরে গত জুলাই মাসে হারিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী পদ। এবার ভাঙছে তার ২৫ বছরের পুরনো সংসার।

শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস তার স্ত্রী মেরিনা হুইলারের কাছ থেকে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। ইতিমধ্যে তারা বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়াও করেছেন।

গত ২৫ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। কিন্তু তাদের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাই কয়েক মাস আগে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। তবে তাদের বিয়ে ভেঙে যাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি বিবিসি।

এক যৌথ বিবৃতিতে বরিস ও তার স্ত্রী মেরিনা হুইলার বলেন, ‘কয়েক মাস আগেই আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমরা মনে করছি একসঙ্গে থাকার চেয়ে আমাদের এখন আলাদা হয়ে যাওয়াই ভালো।’

তবে আলাদা হয়ে গেলেও চার সন্তানের কারণে তারা নিজেদের মধ্যে বন্ধত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছেন।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত