ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

অবসরে জ্যাক মা

অবসরে জ্যাক মা

আলিবাবার ই-কমার্স সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা সোমবার অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে শীর্ষ নির্বাহীর পদ ছাড়লেও তিনি আলিবাবার পরিচালনা পরিষদে থাকছেন বলে এক মার্কিন সংবাদপত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চীনের তৃতীয় শীর্ষ ধনী মা-র বর্তমান সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার।

সোমবার ছিলো মা-র ৫৪তম জন্মদিন। আর অবসরে যাওয়ার জন্য তিনি কিনা জীবনের এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক ইংরেজির শিক্ষক মা বলেন, ‘এই অবসরের ফলে কিছুই শেষ হবে না। বরং নতুন যুগের সূচনা হবে।’

অবসরে যাওয়ার পর তিনি তার পুরনো পেশা অর্থাৎ শিক্ষকতায় ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। কেননা তার ভাষায়, ‘আমি শিক্ষা ভালোবাসি।’

১৯৯৯ সালে আলিবাবার যাত্রা শুরুর সময়ই কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন মা। দুই দশকের মধ্যেই এটি বিশ্বের বৃহত্তম ইন্টারনেট কোম্পানিতে পরিণত হয়েছে।

আলিবাবার বাজার মূল্য এখন ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে বিবিসি। অনলাইন বিপণন, ক্লাউড কম্পিউটিং ও প্রযুক্তি খাতের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও কোম্পানিটির বিনিয়োগ আছে।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত