ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

মুসলিম ব্রাদারহুডের ৭৫ জনের মৃত্যুদণ্ড

মুসলিম ব্রাদারহুডের ৭৫ জনের মৃত্যুদণ্ড

মিশরের এক আদালত মুসলিম ব্রাদারহুডের ৭৫ নেতা কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ২০১৩ সালে দেশটির সামরিক সরকারের বিরোধী রক্তক্ষয়ী বিক্ষোভে অংশ নেয়ার দায়ে তাদের বিরুদ্ধে এই রায় ঘোষনা করা হয়।

শনিবার মিশরের এক বিচারিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুসরিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে ২০১৩ সালে কায়রোতে অনুষ্ঠিত ওই বিক্ষোভে শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছিল।

সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রাদরহুডের নেতা ইসাম আল ইরেইন, মোহাম্মেদ বেলতাগি এবং প্রখ্যাত আলেম সাফওয়াত হাইগাজি।

এখনও বিচার চলছে ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বাদেইসহ আরো বেশ কয়েকজনের।

প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাই মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত ও জেলবন্দি করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়। এর প্রতিবাদে তাহরির স্কয়ারে একটানা বিক্ষোভ করে মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মী ও মুরসির সমর্থকরা। পরে সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে এই বিক্ষোভের অবসান ঘটে। এরই প্রেক্ষিতে দেশের প্রেসিডেন্ট হন তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত