ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে শুক্রবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

দেশটির সরকারি বার্তা সংস্থা এনএইচকে’র বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৩।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো হোক্কাইডোর দক্ষিণ উপকূলে। এটি আঘাত হেনেছিল ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে।

গত মাসে এই একই এলাকায় জাপানের সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত এনেছিলো। এতে ভূমিধস হয় ও অনেক মানুষ মারা যান। এর প্রভাবে দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় ছিল দ্বীপের ৫৩ লাখ মানুষ।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত