ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

পূজায় মোদির এতবড় ভুল!

পূজায় মোদির এতবড় ভুল!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার দেশবাসীকে দুর্গা পূজার শুভেচ্ছা জানান। এই শুভেচ্ছা জানাতে গিয়ে করে ফেলেন একটি মারাত্মক ভুল।

বুধবার অষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। ওই পোস্টে মোদি লেখেন, দুর্গা অষ্টমীর পুণ্যক্ষণের শুভেচ্ছা জানাই। মা দুর্গা সকলের আশা পূরণ করুন। সমাজে আনন্দের আবহ বজায় থাকুক এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক।

বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্যন্ত ওই পোস্টে ‘লাইক’ প়ড়ে ৬৬ হাজারেরও বেশি। সেই সঙ্গে ৪৩৩১ জন পোস্টটি শেয়ারও করেন।

তবে প্রধানমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ভেসে ওঠা এই শুভেচ্ছাবার্তা পড়ার সময়ই অনেকরই চোখে পড়ে একটি মারাত্মক ভুল। না! মোদির শুভেচ্ছাবার্তায় কোনও ভুল ছিল না। ভুল ছিল, পোস্টটির সঙ্গে ব্যবহৃত ছবিটিতে। তাতে দুর্গার বদলে দেখা যায় কালীর ছবি।

এর পরে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি নিয়ে নানা মন্তব্য ভেসে উঠতে থাকে। অনেকেই মন্তব্য করেন, এর পরের বার থেকে যেন সঠিক ছবি ব্যবহার করা হয়। অনেকে উল্লেখ করেন, এটি আসলে দক্ষিণেশ্বরের কালীর ছবি। এরই পাশাপাশি, শবরীমালা বিক্ষোভ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

তবে এত মন্তব্যের পরেও বুধবার রাত পর্যন্ত ফেসবুক-টুইটারে ভুল ছবিই থেকে যায়।

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত