ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হিজাব পরে ইলহানের ইতিহাস

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হিজাব পরে ইলহানের ইতিহাস

ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নির্বাচিত দুই মুসলিম নারী প্রতিনিধির একজন যিনি হিজাব পরেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আইন অনুসারে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আছে।

১১৬তম কংগ্রেস এভাবেই হতে চলেছে নানা বৈচিত্রে পরিপূর্ণ। ইলহান ওমরের হিজাব পরে কংগ্রেসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ১৮১ বছর আগের। তখন এটি ছিল ভিন্ন একটি স্থান। নারী ও সংখ্যালঘূরা এর সদস্য হননি আগে। তখন সিদ্ধান্ত ছিল সকলেই মাথা খোলা রাখবেন। ১৯শ শতাব্দীর হ্যাট পরার বিষয় চিন্তা করে তা করা ছিল। ধর্মীয় সংখ্যালঘূদের কথা তখন তাদের চিন্তায় ছিল না।

তখনো বিষয়টি বিকর্তিত ছিল। হ্যাট পরলে বৃটিশ ঐতিত্যের কথা আসতে পারে বলে মনে করা হতো। যাইহোক, হাউজ ফ্লোরে হ্যাট নিষিদ্ধ ছিল। সিগারেট, খাবার, পানীয় সেলফোন সেখানে নিষিদ্ধ। তবে সদস্যরা বাচ্চাদেরকে ফ্লোরে নেয়ার নিষেধাজ্ঞা ছিল না। এই প্রথম ইলহান ওমর মাথায় স্কার্ফ পরে হাউজ ফ্লোরে যাচ্ছেন।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত