ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আধুনিকতায় শহরকেও লজ্জা দেয় যে গ্রাম

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৯, ১০:১২  
আপডেট :
 ০৫ জানুয়ারি ২০১৯, ১০:২৪

আধুনিকতায় শহরকেও লজ্জা দেয় যে গ্রাম

এই গ্রামটি দেখলে লজ্জা পাবেন অনেক রাজধানীর বাসিন্দারাও। কেননা এই গ্রামের লোকজন যেসব আধুনিক ও প্রযুক্তিগত সুযোগ সুবিধা ভোগ করে থাকে তা তারা শহরে বসেও চিন্তা করতে পারেন না। বলছিলাম গুজরাট রাজ্যের সবরকন্ঠ জেলার পুনসারি গ্রামের কথা। আর এটি দেখলে চিরচেনা গ্রামের সংজ্ঞাটাই বদলে যাবে এক নিমিষে।

গুজরাটের এই পুনসারি গ্রামে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থে দিনরাত ২৪ ঘন্টা পুরো ফ্রিতেই পাওয়া যায় ওয়াইফাই সেবা। গ্রামটির প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে নিরাপত্তার জন্য সিসিটিভির নজরদারি। গ্রামের প্রতিটি বাসন্দাদের জন্য রয়েছে ১ লক্ষ রুপির দুর্ঘটনা এবং ২৫ হাজার রুপির মেডিক্লেম পলিসি।

গ্রামের ভিতরে যাওয়ার জন্য গ্রামের মধ্যেই রয়েছে ছোট ছোট বাস সার্ভিস। গ্রামের ছাত্র ছাত্রীদের পড়াশুনার জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। গ্রামে রয়েছে দুইটি প্রাথমিক স্কুল। রয়েছে একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্রও

গ্রামের মানুষকে সচেতনতার জন্য কিংবা কিছু ঘোষণা করার জন্য গ্রাম জুড়ে লাগানো রয়েছে ১৪০টি লাউডস্পিকার।

গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যাবস্থা। আর এই গ্রামে বিদ্যুতের প্রয়োজনীয়তা মেটানো হয় সৌরশক্তিকে কাজে লাগিয়ে।

গুজরাটের এই গ্রাম এককথায় আজ হার মানিয়ে দিতে পারে যে কোনও আধুনিক শহরকে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত