ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

ফলাফল ঘোষণার আগেই মোদিকে ইসরায়েলের অভিনন্দন

ফলাফল ঘোষণার আগেই মোদিকে ইসরায়েলের অভিনন্দন

২০১৪-তে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ জোর দিয়েছেন। একাধিক দেশে সফর করেছেন তিনি। বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করতে দেখা গিয়েছে তাকে। তাই তার জয়ের খবর পেয়েই অভিনন্দনের বার্তা আসছে বিদেশ থেকে।

বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেন্ড মোদির পক্ষেই। কয়েক লক্ষ ভোটে বারাণসী কেন্দ্র থেকে এগিয়ে গিয়েছেন মোদী। এখানেই শেষ নয়। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত অন্তত ৩৩৩০ আসনে গিয়ে আছে বিজেপি জোট।

‘মেরে দোস্ত’ হিন্দিতে মোদিকে ট্যুইট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্ধুত্ব আরও শক্ত হওয়ার বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, ভোটের ফলাফলই বুঝিয়ে দিল যে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রকে কীভাবে নেতৃত্ব দেন আপনি।

অভিনন্দন জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। ভারতের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। সঙ্গে এও বলেছেন, আগামিদিনে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে যাবে।

ফোন এসেছে জাপান থেকে। মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বার্তা এল বন্ধু দেশ রাশিয়া থেকেও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানিয়েছেন মোদিকে। বিজেপির জয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের রাজা জিগমে খেসার নামগাল ওয়াংচুকও অভিনন্দন জানিয়েছেন মোদিকে।

  • সর্বশেষ
  • পঠিত