ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ভারতে মোদির নামে মসজিদ নিয়ে তুমুল বিতর্ক!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৮:২১

ভারতে মোদির নামে মসজিদ নিয়ে তুমুল বিতর্ক!

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের সময় নরেন্দ্র মোদির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মসজিদের ছবি ছড়িয়ে পড়ে। এর পরপরই এটি নিয়ে মোদি ভক্ত ও সমালোচকদের মধ্যে তুমুল আলোচনা ও তর্ক-বিতর্ক শুরু হয়। মোদির অনুসারীদের দাবি ক্ষমতায় আসা উপলক্ষেই এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। তবে মোদির নামে মসজিদ নির্মানের এ দাবি সত্য নয় বলে দাবি অপর পক্ষের। তাদের দাবি মসজিদটির প্রকৃত বয়স ১৭০ বছরের কাছাকাছি, যেখানে মোদির কেবল বয়স মাত্র ৬৯।

ভারতের পূর্ব বেঙ্গালুরের তাসকের মসজিদটিতে প্রায় দুই দশক ধরে নামাজ পড়ান ইমাম গুলাম রাব্বানি। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মসজিদের নামের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো যোগসূত্র নেই।

শুধু তাসকেরের এই মসজিদটিই নয়, বেঙ্গালুরুর ট্যানেরি রোডের কাছে মোদি মসজিদ নামে খ্যাত আরও ২টি মসজিদ আছে।

মোদি মসজিদ কমিটির অন্যতম সদস্য আসিফ ম্যাকেরি জানান, ১৮৪৯ সাল নাগাদ যখন তাসকের শহরকে লোকে একটি সেনা ও নাগরিকদের স্থান বলেই জানতো তখন সেখানে বাস করতেন এক বর্ধিষ্ণু ব্যবসায়ী মোদি আবদুল গফুর। তিনি ওই স্থানে একটি মসজিদের প্রয়োজনীয়তা অনুভব করেন ও ১৮৪৯ সালে তারই উদ্যোগে সেখানে ওই মসজিদটি তৈরি হয়। ।পরবর্তীতে. মোদি আবদুল গফুরের পরিবারই বেঙ্গালুরুতে মোদি মসজিদ নামেই আরও দুটি মসজিদ নির্মাণ করেন।এমনকি বেঙ্গালুরুর ট্যানেরি এলাকার একটি রাস্তাও মোদি রোড বলে প্রচলিত হয়ে যায়।

পরবর্তীতে ২০১৫ সালে ওই মোদি মসজিদটি ভেঙে ফেলে নতুন করে কিছু পরিবর্তন ও পরিবর্ধন করে তৈরি করা হয়। নতুন রূপে তৈরি হওয়া সেই মসজিদটিই গত মাসে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আর ঠিক ওইসময় দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদি। এর ফলেই সোশ্যাল সাইটে ওই মসজিদের কথা তুলে ধরে তার সমর্থকরা দাবি করেন প্রধানমন্ত্রী মোদির নামে মসজিদটি তৈরি হয়েছে।

ওই মসজিদ নির্মাণ সংস্থার প্রধান স্থপতি হাসিবুর রহমান এনডিটিভিকে জানিয়েছেন, ইন্দো-ইসলামিক স্থাপত্যেই ওই মোদি মসজিদটি তৈরি হয়েছে এবং প্রায় ৩০ হাজার বর্গ ফুট জায়গা জুড়ে সেটি পুনর্নির্মাণ করা হয়েছে। মসজিদের মেঝে নারীদের উদ্দেশে উত্সর্গ করা হয়েছে যাতে সেখানে বসে তারা প্রার্থনা করতে পারেন।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত