ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

এবার তিউনিসিয়ায় ‘হিজাব’ নিষিদ্ধ

এবার তিউনিসিয়ায় ‘হিজাব’ নিষিদ্ধ

নিরাপত্তার কারণ দেখিয়ে তিউনিসিয়ায় পাবলিক প্রতিষ্ঠানগুলোতে নেকাব বা মুখ ঢেকে রাখার পর্দা নিষিদ্ধ করা হয়েছে।

রয়টার্স জানায়, দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ এ নিষেধাজ্ঞা জারি করেন।

গত মঙ্গলবার দেশটিতে এক ‘ওয়ান্টেড জঙ্গি’র আত্মঘাতী হামলার প্রেক্ষিতে এ আইন জারি করা হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, ওই আত্মঘাতী হামলাকারী নেকাব পড়ে এ হামলা চালায়। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যক্ষদর্শীর এমন ভাষ্য প্রত্যাখ্যান করেছেন।

নতুন আইন অনুযায়ী, তিউনিসিয়ায় কেউ সরকারি, প্রশাসনিক ভবন, বা প্রতিষ্ঠানে মুখে পর্দা পরে প্রবেশ করতে পারবে না।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত