ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ২১:১৪  
আপডেট :
 ১৮ জুলাই ২০১৯, ২১:৩২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শহিদ খাকন আব্বাসিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটি দুর্নীতি-বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) তাকে আটক করে।

পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় পিএমএল-এন নেতা নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করার পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন আব্বাসি। সাধারণ নির্বাচন হওয়ার আগে পর্যন্ত আব্বাসিই ছিলেন প্রধানমন্ত্রী। ২০১৭-১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে কয়েকশ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি চুক্তিজনিত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার পিএমএল-এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিতে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন আব্বাসি। মাঝপথে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে এনএবি’র ১২ সদস্যের দল। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকার সময়ে তার নামে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। সে বিষয়ে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করার আগে সমন পাঠিয়েছিল এনএবি। তবে তিনি সেখানে হাজিরা দেননি। আব্বাসির বিরুদ্ধে দুর্নীতি আইনের ৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে এনএবি'র রাওয়ালপিন্ডি কার্যালয়ে নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

আব্বাসিকে গ্রেপ্তারের সমালোচনা করেছেন পিএমএলএন দলনেতা শাহবাজ শরিফ। এনএবি-কে ইমরান খানের পুতুল আখ্যা দিয়ে তিনি বলেছেন, আব্বাসির গ্রেপ্তারের বিরুদ্ধে লড়াই চলবে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত