ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

‘আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান’

‘আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান’

ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে সাফ জানিয়ে দিলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে পরমাণু অস্ত্র নিয়ে গত কয়েক দিন ধরে সুর চড়িয়েছে দু’দেশই। ভারতের প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে বদলের ইঙ্গিত দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

এর জবাবে শনিবার পাক রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের পরমাণু অস্ত্র আছে। তা দিয়ে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করা যায়।

কিন্তু সোমবার ভারতের বিরুদ্ধে প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার না করার কথা ঘোষণা করেছেন ইমরান খান।

লাহোরে গভর্নরের বাসভবনে শিখদের এক জমায়েতে ইমরান বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। সংঘাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।’

তিনি আরো বলেন, ‘আমি ভারতকে বলতে চাই, যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধে বিজয়ীও শেষ পর্যন্ত হেরে যায়। যুদ্ধ থেকে অনেক সমস্যা জন্ম নেয়।’

এ সময় তিনি সংলাপের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানের ওপর জোর দেন।

তবে তিনি উগ্রবাদী হিন্দু নীতি অবলম্বন ও মুসলিম নির্যাতনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন।

সূত্র: দুনিয়া নিউজ

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত