ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

দক্ষিণ কোরিয়ার নেতারা মাথা ন্যাড়া করছেন কেনো?

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬

দক্ষিণ কোরিয়ার নেতারা মাথা ন্যাড়া করছেন কেনো?

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতারা সরকার বিরোধী প্রতিবাদের অংশ হিসেবে তাদের মাথা ন্যাড়া করে ফেলেছেন। সোমবার সন্ধ্যায় জনগণ ও সাংবাদিকদের সামনে মাথা ন্যাড়া করেন হুয়াং কিয়ো নামের এক রাজনীতিবিদ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার বিচারমন্ত্রী চো কুকের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই দুর্নীতির প্রতিবাদেই মূলত বিরোধী দলের রাজনীতিবিদরা মাথা ন্যাড়া করছেন। এর আগে দুই নারী সংসদ সদস্যও একই কাজ করেছিলেন।

দক্ষিণ কোরিয়ায় প্রতিবাদের ভাষা হিসেবে ন্যাড়া হওয়ার ইতিহাস বেশ পুরোনো। এটাকে দেশটির এক ধরনের ঐতিহ্যবাহী প্রথাই বলা চলে। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে দেশটি সামরিক স্বৈরশাসকের অধীনে থাকার সময় প্রতিবাদস্বরূপ নিজেদের মাথার কামিয়ে ফেলতেন বিদ্রোহীরা।

গত কয়েক দশকে বহুবার একই পন্থায় প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিক ও অন্যরা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত