ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে ড্রোন হামলায় ৩০ বেসামরিক নিহত

আফগানিস্তানে ড্রোন হামলায় ৩০ বেসামরিক নিহত

আফগান্তিানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে বুধবার রাতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। মাকিন বিমান বাহিনীর সহায়তায় এক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত ওই হামলায় কমপক্ষে ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।

বৃহস্পতিবার আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

আফগানিস্তানের তিন সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য বুধবার রাতে নানগারহার প্রদেশে ড্রোন হামলা চালানো হয়। কিন্তু দুর্ঘটনাবশতঃ একটি বোমা কৃষকদের খেতে গিয়ে পড়ে।

ঘটনার সত্যতা স্বীকার করে নানগারহার প্রদেশের কাউন্সিল সদস্য সোহরাব কাদেরি জানান, সেখানে এক বাদাম খেতে ড্রোন হামলা চালানো হলে কমপক্ষে ৩০ কৃষক নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযানের সত্যতা স্বীকার করেছে। তবে হতাহতের ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই হামলা সম্পর্কে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত