ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

৭০ হাজার অপারেশন করেছেন ভুয়া চিকিৎসক!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৯, ১৭:১১

৭০ হাজার অপারেশন করেছেন ভুয়া চিকিৎসক!

ভুয়া এমবিবিএস ডিগ্রি নিয়ে দশ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ওম পাল শর্মা। এরইমধ্যে করেছেন ৭০ হাজার অপারেশনও। এতদিন পর জানা গেল চিকিৎসক হওয়ার জন্য তিনি যে এমবিবিএস ডিগ্রি নিয়েছিলেন তা আসল নয়।

উত্তর প্রদেশের শাহারানপুরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওম পাল শর্মা ব্যাঙ্গালুরুর রাজেশ আর নামের এক চিকিৎসকের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়ে গত ১০ বছর ধরে চিকিৎসাসেবা চালিয়ে আসছিলেন।

অভিযুক্ত শর্মা কর্নাটক মেডিক্যাল কাউন্সিলে নিজের নাম নিবন্ধনও করিয়েছিলেন। পাশাপাশি তিনি একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই চিকিৎসক তার পরিচালিত নার্সিং হোমে অন্তত ৭০ হাজার অপারেশন করিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত