ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

সৌদি দূতাবাস সড়কের নাম বদলে ‘খাশোগি সড়ক’

সৌদি দূতাবাস সড়কের নাম বদলে ‘খাশোগি সড়ক’

হেগে সৌদি দূতাবাস সড়কের নাম পরিবর্তন করে খাশোগি সড়ক করেছে হল্যান্ডের মানবাধিকার কর্মীরা। হল্যান্ডের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়।

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার প্রথম বার্ষিকীতে এ পদক্ষেপ নিয়েছে নেদারল্যান্ডসের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া তুরস্কের মানবাধিকার কর্মীরা ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের সামনে খাশোগি স্মৃত স্তম্ভ স্থাপন করেছে।

ইউরোপের আরও কয়েকটি দেশের মানবাধিকার কর্মীরাও সৌদি দূতাবাস সড়কের নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার এক বছর পূর্ণ হয়েছে বুধবার। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট ভবনে বিয়ের জন্য জরুরি কাগজপত্র আনতে গিয়ে নির্মমভাবে নিহত হন খাশোগি। এ হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সলমানের জড়িত থাকার কথা শোনা যাচ্ছে। এ হত্যার ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করেছে সৌদি আরব। তবে তবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি।

সম্প্রদি সৌদি যুবরাজ খাশোগি হত্যার দায় স্বীকার করলেও এর সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত