ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

চলে গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৯, ০৬:৩২

চলে গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন

চলে গেলেন ভারতের বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক ও প্রাবন্ধিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

নবনীতা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের স্ত্রী ছিলেন। ১৯৫৯ সালে তাদের বিয়ে হয়। এ দু’জনের দুই মেয়ে অন্তরা দেবসেন এবং নন্দনা সেন। ১৯৭৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

আনন্দবাজার পত্রিকা তার পরিবারের বরাত দিয়ে জানায়, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন নবনীতা। তার মাঝেও নিয়মিত লেখালেখি করে গেছেন তিনি। আগামীকাল শুক্রবার হবে তার শেষকৃত্য।

বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন নবনীতা। ‘চন্দ্রাবতী রামায়ণ’ তার অত্যন্ত নন্দিত কাজ।

নবনীতা দেবসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ রাজনীতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

  • সর্বশেষ
  • পঠিত