ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

রায় পুনর্বিবেচনার আবেদন করবে সুন্নি ওয়াকফ বোর্ড

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৪:২৯

রায় পুনর্বিবেচনার আবেদন করবে সুন্নি ওয়াকফ বোর্ড

ভারতের অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রাম মন্দির। অন্যদিকে অযোধ্যাতেই ৫ একর বিকল্প জমি পাচ্ছে মুসলিম পক্ষ। যেখানে মসজিদ বানানো যাবে। শনিবার অযোধ্যা মামলার চূড়ান্ত এই রায় শোনালো ভারতের সুপ্রিম কোর্ট।

তবে, এই রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জ়াফারিয়াব জিলানি। এদিন সুপ্রিম কোর্টে এই রায়দানের পর সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জানান, ‘এই রায়কে সম্মান জানাচ্ছি। কিন্তু এই রায়ে সন্তুষ্ট নই।’

অন্যদিকে হিন্দু মহাসভার আইনজীবী বরুণ কুমার জানান, এটি ঐতিহাসিক রায়। এই রায়ের মাধ্যমে বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, এ দিন চূড়ান্ত রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, শর্তসাপেক্ষ এই জমি হিন্দুদের হাতে দিয়ে দেওয়া হোক। অযোধ্যাই রামের জন্মভূমি, হিন্দুদের এই বিশ্বাসকে অস্বীকার করা যায় না বলেও জানায় সুপ্রিম কোর্ট। পাশাপাশি, আদালতের পর্যবেক্ষণ, ১৯৯২ সালে মসজিদ ভাঙা ছিল আইনবিরুদ্ধ কাজ। কিন্তু জমির দখল নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ডের যে দাবি, তার যথাযথ প্রমাণ পাওয়া যায়নি।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত