ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বাবরি মসজিদের পাশেই বিশ্বের বৃহত্তম রামমূর্তি বানাচ্ছে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ১৩:৩৩  
আপডেট :
 ১০ অক্টোবর ২০১৭, ১৩:৪২

বাবরি মসজিদের পাশেই বিশ্বের বৃহত্তম রামমূর্তি বানাচ্ছে ভারত
বাবরি মসজিদ: ফাইল ফটো (ইন্টারনেট)

ভারতের অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদ এবং রামমন্দির নিয়ে মুখোমুখি উপমহাদেশের দুই ধর্ম্বাবলম্বী মানুষ। প্রায় দুই দশক ধরে চলমান এই দ্বন্দের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি গড়তে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্ভবত: সেই রামমূর্তির উচ্চতা হবে প্রায় ১০০ মিটারের কাছাকাছি৷ অযোধ্যায় সরযু নদীর তীরে এই রামমূর্তি গড়ে তোলা হবে৷ ২০১৯ এর লোকসভা ভোটের আগে এবার হিন্দুদের কাছে নতুন চমক নিয়ে আসছে উত্তরপ্রদেশ সরকার৷ এই রামমূর্তি গড়া নিয়ে ইতিমধ্যেই দেশটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷

অযোধ্যায় বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে বিতর্ক বহুদিনের৷ বহু বছর ধরেই চলে আসছে এই বিতর্ক৷ হয়েছে হিংসাত্মক কার্যকলাপ, ছড়িয়েছে উত্তেজনাও৷ হস্তক্ষেপ করতে হয়েছে ভারতের সুপ্রিম কোর্টকেও৷ এবার সেই অযোধ্যাতেই সরযু নদীর তীরে প্রায় ১০০ মিটার লম্বা রামের মূর্তি বানানোর উদ্যোগ নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার৷

যোগী সরকার যে ‘নয়া অযোধ্যা’ বানাতে চলেছেন, এই রামমূর্তি তার সবচেয়ে বড় অংশ হবে বলে মনে করা হচ্ছে৷

জানা গেছে, ন্যাশন্যাল গ্রিন ট্রাইবুন্যালের ছাড়পত্র পেলেই সরযু নদীর তীরে সরযুঘাটে গড়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি৷

এই বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলগুলি সমালোচনাও শুরু করে দিয়েছে৷ জনগণের করের টাকায় যোগী ‘হিন্দুত্বের রাজনীতি’ করছেন বলেই বিরোধীদের অভিযোগ৷

এর আগেও গুজরাতে Statue Of Unity'র নামে নর্মদা নদীর তীরে সর্দার বল্লভভাই প্যাটালের ১৮২ মিটার উঁচু মূর্তি গড়াকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল বিজেপি৷ এবারও রামমূর্তি গড়ার পরিকল্পনা শুনেই শুরু হয়েছে তুমুল সমালোচনা৷ একের পর এক মূর্তি গড়ে জনগণের করের টাকা নষ্ট করার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলি৷

তবে, বিরোধীদের অভিযোগ যাই থাকুক, গুজরাটের নর্মদা নদীর তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির মতই অযোধ্যায় সরযু নদীর তীরে রামমূর্তিও আগামীদিনে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে মনে করা হচ্ছে।

সূত্র: কলকাতা ২৪x৭

/এসএস/

  • সর্বশেষ
  • পঠিত