প্রকাশ : ১৮ মে ২০২০, ১৩:১৮
সুপ্রিম কোর্টের এক বিচারপতির করোনা
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
|আরো খবর
জানা গেছে, ওই বিচারপতি গত ৮ মে থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। অসুস্থতার কারণে ১০ মে ভিডিও কনফারেন্সে বিচারপতিদের ফুল কোর্ট সভায় তিনি অংশ নিতে পারেননি। এরপর গত ১১ মে পরীক্ষা করালে রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। তবে গত ১৩ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুগদা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে সেখান থেকে সিএমইএইচে স্থানান্তর করা হয়।
২০১৮ সালের ৩০ মে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।