ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

‘সচেতন না হলে বাড়বে বিপদ’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২০, ১৭:৪৯

‘সচেতন না হলে বাড়বে বিপদ’

দেশে করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে। এটি প্রতিরোধে সরকার নানা উদ্যোগ নিয়েছে। তবে সবার আগে চাই ব্যক্তিগতভাবে সচেতনতা।

শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার করোনার চিকিৎসা সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার মাত্রাও। সীমিত করা হয়েছে মানুষের চলাচল। তবে সবার আগে জরুরি প্রত্যেককে নিজের জায়গায় সচেতন হওয়া। তা না হলে এ ভাইরাস প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে বলে জানান তিনি।

এদিকে করোনাভাইরাসে দেশে নতুন করে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। বুলেটিনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯৩০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৬ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ৬ হাজার ৭৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ১১৭ জন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত