ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

চালক হিসেবে আপনার যা দায়িত্ব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:৪২

চালক হিসেবে আপনার যা দায়িত্ব
প্রতীকী ছবি

গাড়ি চালানোর ক্ষেত্রে চালকের বিভিন্ন দিকে নজর রাখতে হয়। হয়ে হয় দায়িত্বশীল ও সচেতন। ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক। আসুন ট্রাফিক আইন মানি এবং যানজটমুক্ত ঢাকা গড়ি- জনসাধারণকে সচেতন করতে এমন সচেতনতামূলক শ্লোগান প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এবং শ্লোগানের পাশাপাশি গাড়ি চালকের প্রতি পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আসুন জেনে নেয়া যাক পরামর্শগুলো।

গাড়ি চালকদের জন্য পরামর্শ:

১) গাড়ি চালানোর পূর্বে গাড়ির সমস্ত কাগজপত্র ও ড্রাইডিং লাইসেন্স চেক করে নিন এবং হালনাগাদ কাগজপত্র সাথে রাখুন।

২) অযথা হর্ণ বাজানো থেকে বিরত থাকুন।

৩) সিটবেল্ট বেঁধে গাড়ি চালান।

৪) গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলুন।

৫) ঘনঘন লেন পরিবর্তন করা থেকে বিরত থাকুন।

৬) অযথা ওভারটেকিং করা থেকে বিরত থাকুন এবং সতর্কতার সাথে ওভারটেকিং করুন।

৭) স্ব-স্ব প্রতিষ্ঠানের লোগোসহ স্থায়ী স্টিকার ব্যতীত আলগা/অস্থায়ী যে কোন ধরণের স্টিকার ব্যবহার হতে বিরত থাকুন।

৮) দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির যন্ত্রাংশ নিয়মিত চেক করে নিন।

৯) উল্টো পথে যে কোন যান চালানো থেকে বিরত থাকুন।

১০) গাড়ি চলাচলের নির্ধারিত পথে গাড়ি পার্ক করে প্রতিবতন্ধকতা সৃষ্টি করবেন না।

১১) ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না।

১২) ক্লান্ত/অসুস্থ/মাতাল অবস্থায় গাড়ি চালানো হতে বিরত থাকুন।

১৩) সর্বদা বাম লেন চালু রাখুন।

১৪) ইন্টারসেকশন এবং রাস্তায় যাত্রী উঠানো/নামনো হতে বিরত থাকুন।

১৫) ট্রাফিক আইন ও সিগন্যাল জানুন এবং মেনে চলুন।

১৬) বাস-বে/ নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবেন না।

১৭) গাড়ি থামানোর ক্ষেত্রে সর্বদা রাস্তার বাম ঘেঁষে থামাবেন।

১৮) ডানে/বামে যাওয়ার ক্ষেত্রে ইন্ডিকেটর ব্যবহার করুন।

মোটরসাইকেল চালকদের জন্য পরামর্শ:

১) মোটরসাইকেল চালানোর পূর্বে গাড়ির সমস্ত কাগজপত্র ও ড্রাইডিং লাইসেন্স চেক করে নিন এবং হালনাগাদ কাগজপত্র সাথে রাখুন।

২) মোটরসাইকেলে দুই জনের বেশি আরোহণ করবেন না।

৩) চালক ও আরোহী উভয়েই হেলমেট ব্যবহার করুন।

৪) ফুটপাতে মোটরসাইকেল চালাবেন না।

৫) উল্টো পথে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন।

৬) গাড়ি চলাচলের নির্ধারিত পথে মোটরসাইকেল পার্ক করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।

৭) ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালাবেন না।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত