ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: বেদেদের জীবনমান

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১৮:৫৯  
আপডেট :
 ০৮ অক্টোবর ২০২১, ১৯:৫৯

ফটোস্টোরি: বেদেদের জীবনমান
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দক্ষিণ বাঘাপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশেই বেদেদের বসবাস

নদীতে সারি সারি নৌকার পাল তুলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে বেড়ানো বেদেদের জীবনে এসেছে নানান পরিবর্তন। তারা দেশের অন্যতম সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। নৌকায়ই তাদের ঘর-সংসার। কালজয়ী গান বেদে ও সাপুড়েদের নিয়ে রচিত হলেও এখন আর তেমন চোখে পড়ে না বেদেদের সেই চিরোচেনা সাপ নাচানো, বীণের সুরে সাপের খেলা দেখানো।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের দক্ষিণ বাঘাপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে বসবাস করেন কিছু বেদে। জীবিকার তাগিদে তারা এখন বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে তাবিজ বিক্রি এবং দাঁতের পোকা ফেলে দিন কাটাচ্ছেন। বেদেদের জীবন দুঃখ-কষ্ট আর নানা সমস্যায় জর্জরিত। নাগরিক নানা অধিকার ও সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। বেদে পরিবারের শিশুরা সব সময় পুষ্টিহীনতায় ভোগে। তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই। তাদের বেশিরভাগ প্রকৃতির লতাপাতা ও গাছগাছড়ার মাধ্যমে ওষুধ তৈরি করে রোগ নিরাময় করে থাকে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে এভাবেই টাকা চেয়ে নেন বেদে নারীরা

রাজধানীর হাইকোর্ট মোড়ে এই বেদে নারী অপর এক নারীকে শিঙা দিচ্ছেন

পরিবারের নারী সদস্যরা রোজগারের জন্য বাহিরে গেলে পুরুষরা রান্না-বান্না করেন

দুই বোনের খুনসুটি

ক্যামেরা দেখে ছবি তুলতে ছুটে এলো ছোটরা

অবসর সময়ে আনমনে তাকিয়ে বেদে কিশোরী

  • সর্বশেষ
  • পঠিত