ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মাদ্রাসার ছাত্রদের নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্টের পিঠা উৎসব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ১৭:৪৪

মাদ্রাসার ছাত্রদের নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্টের পিঠা উৎসব

শীত মানেই বাহারি রকমের পিঠা। ঐতিহ্যবাহী শীতের পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। যা গ্রাম পেরিয়ে ঢুকে পড়েছে শহুরে জীবনেও।

শীতের পিঠা খাওয়ার আনন্দ মাদ্রাসার এতিম ও আর্থিক অসচ্ছল পরিবারের শিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট। এ উপলক্ষে শুক্রবার বিকেলে (০৭ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরার সোলমাইদ এলাকায় অবস্থিত একটি মাদ্রাসায় শেয়ারিং উইন্টার হ্যাপিনেজ নামে পিঠা উৎসবের আয়োজন করেছে তারা। মাদ্রাসার প্রায় অর্ধশতাধিক ছাত্রদের জন্য আয়োজন করা হয় বাহারি পিঠার।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২২ প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল। এছাড়া কার্যনির্বাহী কমিটি থেকে উপস্থিত ছিলেন নূর মোহাম্মাদ আলী, সুজাউর রহমান, মির্জা মুহাম্মদ ইলিয়াস, মো. জহিরুল ইসলাম মোহসান, মো. ইকবাল হোসেন ইকু, সামিউর রহমান নিরব, সামিরা সাইফ জোয়ার্দ্দার ও সদস্য একে আজাদ রাফি।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট আলতামিশ নাবিল বলেন, ‘২০২২ সালে জেসিআই ঢাকা ওয়েস্টের প্রথম ইভেন্ট পিঠা উৎসব। মাদ্রাসার শিশুদের সঙ্গে শীতের আনন্দ ভাগ করে নিতে পারার আনন্দটা সত্যি অন্যরকম। বছর জুড়ে আমাদের এমন আরও কার্যক্রম পরিচালিত হবে।’

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। অলাভজনক এই সংগঠনের ১২০টিরও বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।

জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআই এর ১৮টি লোকাল চ্যাপ্টার কাজ করছে যার মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট বৃহৎ এবং প্রাচীনতম।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত