ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

গরমে ঘরে পরার আরামদায়ক পোশাক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৫:৫৪  
আপডেট :
 ২৮ জুন ২০২২, ১৬:০৪

গরমে ঘরে পরার আরামদায়ক পোশাক
ফাইল ছবি

প্রচণ্ড গরমে কর্মজীবনে বাহিরে নিয়মিত যাতায়াত করার ফলে সবারই নাজেহাল অবস্থা। শুধু তাই নয়, ঘরে বসেও রেহাই মিলছে না প্রচণ্ড এই গরম থেকে। চাই একটু আরাম এবং স্বস্তি। তবে আরামদায়ক কিছু পোশাক এই গরমে আপনাকে এনে দিয়ে পারে একটু খানি স্বস্তি।

আসুন জেনে নেই ঘরে আপনি কি ধরণের আরামদায়ক পোশাক পরিধান করতে পারেন-

# সব সময় চেষ্টা করুন হালকা রঙের জামা পরিধান করার জন্য। এতে করে গরম কম লাগবে এবং আপনি পাবেন আরাম এবং স্বস্তি।

# সাদা রঙের পোশাক পরিধান করুন। এতে গরম কম লাগবে।

# এই গরমে সুতি কাপড় কে প্রাধান্য দিন। সুতির নরম কাপড়ের পোশাক বেশ আরামদায়ক হয়ে থাকে। যা আপনাকে গরমে দেবে প্রশান্তি ।

# ঘরে পরিধান করার জন্য ঢিলেঢালা পোশাক নির্বাচন করুন। সেক্ষেত্রে ঢিলেঢালা টি শার্ট অথবা কামিজ অথবা ফ্রক পড়তে পারেন।

# বড় গলার জামা এই গরমে বানানোর চেষ্টা করুন। গরমে আরাম পাবেন।

# গরমে পড়তে পারেন প্লাজো। প্লাজো সাধারণ ঢিলেঢালা হয় এবং পড়তে বেশ আরামদায়ক হয়।

# স্কার্ট এবং টি শার্ট পরিধান করতে পারেন যা খুবই কমফোর্টেবল।

# এই গরমে ঘরে কাফতান পড়তে পারেন। এটি ফ্যাশনাবল এর পাশাপাশি বেশ আরামদায়ক। যা আপনাকে দিবে সারাদিন স্বস্তি।

এই গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে পান পান করুন। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা গ্রহণ করুন।

বাংলাদেশ জার্নাল/এএস/এমএস

  • সর্বশেষ
  • পঠিত