ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পোশাকে ফুটিয়ে তুলুন ব্যক্তিত্ব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ১৫:১৫

পোশাকে ফুটিয়ে তুলুন ব্যক্তিত্ব
প্রতীকী ছবি

সভ্যতার বিকাশে পোশাক হচ্ছে মানুষের ব্যক্তিসত্ত্বার বহিঃপ্রকাশ। পোশাক মানুষের ব্যক্তিত্ব যেমন ফুটিয়ে তোলে, তেমনি একজন ব্যক্তিত্ববান মানুষকে বানিয়ে ফেলতে পারে অতি সাধারণ। অনেক সময় পোশাকও কথা বলে। তবে অন্য সবকিছুর মতো সময়ের সাথে পোশাকও সদা পরিবর্তনশীল। দেশে বিদেশে ফ্যাশন নিয়ে অনেক গবেষণা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। রাজনীতিবিদ থেকে লেখক শোবিজ জগতের তারকা বুদ্ধিজীবী সবার পোশাক সমাজকে প্রভাবিত করে।

তবে পেশাজীবী নারীদের জন্যে ড্রেস নির্বাচন একটি বড় ব্যাপার। পেশার সঙ্গে সামঞ্জস্যই শুধু নয় এখানে অনেক ধরনের পরিস্থিতি বিবেচনা করতে হয় পোশাক নির্বাচনে। অনেক সময় শুধু স্মার্টনেসের দিকটা বিবেচনায় নিলে চলে না, বিবেচনা করতে হয় পারিপার্শ্বিক পরিবেশ।

আপনার পোশাক যেমন আপনার সম্মান এনে দেবে, তেমনি এটা আপনার জন্যে বয়ে আনতে পারে অনাকাঙ্ক্ষিত সমালোচনা। বর্তমান সময়ে ওয়েস্টার্ন ড্রেস পরা ফ্যাশনের চেয়েও সময়ের দাবি। কারণ আর কিছু নয় সহজ এবং স্বাচ্ছন্দ্য বোধ করা। তাই মেয়েদের ক্ষেত্রে পোশাক নির্বাচন একটু স্পর্শকাতর বিষয়। এখানে একটু অসামঞ্জস্য আপনার জন্যে হতে পারে বিরাট বিব্রতকর বা অস্বস্তির ব্যাপার।

তাই আপনি জব হোল্ডার হোন কিংবা ছাত্র অথবা একেবারেই সাধারণ মানুষ, পোশাক নির্বাচনে আপনাকে সবসময় পারিপার্শ্বিক অবস্থা এবং আপনার নিজের অবস্থান সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ রুচিশীল পোশাকই আপনার ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করবে।

পোশাক মানুষের আব্রু, প্রতিটি মানুষ নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই যা প্রযোজ্য। শালীনতা কেবল পোশাকে নয়, কথাবার্তা, চিন্তা চেতনাতেও হতে হবে কারণ সভ্যতা আমাদের শালীন হতে শিক্ষা দেয়। অশালীন অসভ্য মানুষ যত ধনী বা ক্ষমতাবানই হোক কখনোই কারো প্রিয় হতে পারে না, শ্রদ্ধা ভালবাসা পাওয়া তো দুরূহ ব্যাপার। আজকে যারা তরুণ প্রজন্ম তারাই আগামীর ভবিষ্যত। অতএব নিজের আচার- আচরণ, পোশাক-পরিচ্ছদ প্রতিটি ক্ষেত্রে সচেতন এবং সংযত হওয়ার এখনই সময়।

বাংলাদেশ জার্নাল/পিএম/এসকে

  • সর্বশেষ
  • পঠিত