ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

রূপচর্চায় লবণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০১৮, ১৬:০৪

রূপচর্চায় লবণ

কোনো খাবারে লবণ না থাকলে তার স্বাদই বোঝা যায় না। অন্য কোনো মশলা থাকুক বা না থাকুক, লবণ না থাকলে সেই খাবার খাওয়া, না খাওয়া সমান। শুধু খাবার নয়, লবণে থাকা সোডিয়াম শরীরের জন্য বিশেষ উপকারী।

তবে অনেকেই হয়ত জানেন না যে, চুলের যত্নের ক্ষেত্রেও লবণ কতটা উপকারী। আপনার চুল যদি তৈলাক্ত হয়, তাহলে শ্যাম্পুতে ২-৩ চামচ লবণ মিশিয়ে নিন। দুই থেকে তিনবার লবণ মেশানো শ্যাম্পু ব্যবহার করলেই পাবেন দুর্দান্ত ফলাফল।

শুধু চুল নয়, ত্বকের জন্যও খুব ভাল নিত্যপ্রয়োজনীয় এই উপাদান। শুধু এক কাপ নারকেল তেলের মধ্যে ২ টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ত্বক মাসাজ করুন।

দাঁতের জন্যও লবণ খুব উপকারী। লবণ দিয়ে দাঁত মাজলে বা লবণপানি দিয়ে কুলকুচি করলে ব্যাপক উপকার পাওয়া যায়।

মাথার যন্ত্রণা হলেও এক গ্লাস লবণপানি খান। ১৫ মিনিটের মধ্যে উপকার পাবেন।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত