ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ত্বকের ক্ষতি করছেন না তো ?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১১:২৭  
আপডেট :
 ২২ এপ্রিল ২০১৮, ১১:৪১

ত্বকের ক্ষতি করছেন না তো ?

আমাদের মুখের ত্বক শরীরের অন্য ত্বকের চেয়ে অনেক বেশি নরম ও স্পর্শকাতর। প্রতিদিন মুখের যত্ন নিতে আমরা কত কিছুই না ব্যবহার করি। কিন্তু সব উপকরণ আমাদের ত্বকের জন্য ভাল না। মুখে এগুলো ব্যবহার করলে ত্বক তো নষ্ট হবেই, পাশাপাশি খুব তাড়াতাড়ি মুখে বলিরেখা পড়ে যাবে। জেনে রাখুন কি কি আপনার ত্বকের জন্য মারাত্নক ক্ষতিকর...

  • রোজ ডিওডরেন্ট স্প্রে ব্যবহার করার সময় সাবধান থাকতে হবে কখনই যেন তা মুখে না লাগে।
  • বেকিং সোডা দিয়ে কোন স্ক্রাব মুখের ত্বকে ব্যবহার করবে না। এটি মুখের ময়শ্চার শুষে নেয়।
  • মাথায় শ্যাম্পু লাগিয়ে ফেনা করে তা দিয়ে মুখ পরিস্কার করবেন না। শ্যাম্পুতে যে কেমিক্যাল থাকে তা মুখের ত্বকের উপযোগী নয়। এতে ত্বক খসখসে হয়ে যায়।
  • হেয়ার কালার করার সময়ে খুব সতর্ক থাকবেন। এই রং মুখে লাগলে, সঙ্গে সঙ্গে মুছে ফেলবেন ময়শ্চাইরাজারে ভেজানো তুলো দিয়ে। যদি ভুরু রং করতে হয় তবে তা ভেজিটেবিল ডাই দিয়ে করতে হবে, সাধারণ ডাই বা হেয়ার কালার দিয়ে নয়।

  • বডি লোশন মুখে ব্যবহার করা খুবই খারাপ। বডি লোশন শুধু শরীরে ব্যবহারের জন্য, মুখের জন্য নয়। মুখের ত্বক শরীরের অন্যান্য ত্বকের তুলনায় অনেক বেশি সেনসিটিভ হয়। তাই মুখের জন্য তৈরি নির্দিষ্ট প্রোডাক্টই শুধু মুখের ত্বকে ব্যবহার করবেন।
  • মেয়োনিজ হেয়ার প্যাকে ব্যবহার করা যায় কিন্তু মুখের জন্য কখনই নয়। হেয়ার প্যাক লাগাতে গিয়ে যদি মুখে লেগেও যায় তবে সাবধানে মুছে নেবেন।
  • হেয়ারস্টাইল করতে গেলে আমরা অনেকেই ল্যাকার বা হেয়ার স্প্রে ব্যবহার করি। অনেকে আবার এই স্প্রে গুলো মুখের মেকআপের উপরে ব্যবহার করেন মেকআপ সেট করানোর জন্য। এই অভ্যাসটি মুখের ত্বকের পক্ষে অত্যন্ত খারাপ।
  • নেল-পলিশ নখে পরার জন্য, এগুলো দিয়ে কপালে বা মুখে কোন রকম পেইন্ট করবেন না। ত্বক শুকনো এবং খসখসে হয় যায়।
  • হেয়ার সেরাম চুলে লাগাবেন কিন্তু মুখে যেন কখনই না লেগে যায় কারণ এতে যে কেমিক্যাল থাকে তাতে ত্বকে র‍্যাশ বা চুলকানি হতে পারে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত