ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ছানা তৈরির স্বাস্থ্যকর উপায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৮, ১৬:৪৯

ছানা তৈরির স্বাস্থ্যকর উপায়

যেকোন মিষ্টি তৈরির আগে প্রয়োজন হয় ছানা। অনেকেই বাজার থেকে কিনে আনেন ছানা। আবার কেউ কেউ ঘরে তৈরি করেন কিন্তু সঠিক ও স্বাস্থ্যকর নিয়ম মেনে না করায় মিষ্টি ভাল হয় না। তাই জেনে নিন ছানা তৈরির সঠিক নিয়ম।

উপকরণ

দুধ ফুল ক্রিম ১ লিটার, লেবুর রস/ভিনেগার ২ টেবিল চামচ, ছেঁকে নেয়ার জন্য পাতলা কাপড়/চিজ ক্লথ

প্রণালি প্রথমে একটি পাতিলে দুধ জ্বাল দিতে হবে। ফুটে উঠলে সাথে সাথে ভিনেগার দিয়ে দিতে হবে। পানি থেকে জমাট বাধা দুধটা আলাদা হয়ে গেলেই বুঝতে হবে ছানা হয়ে গেছে।

এবার পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানিতে সামান্য ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের গন্ধটা চলে যায়। এখন ১৫ মিনিট কোথাও ঝুলিয়ে রাখুন পানি ঝরে যাওয়ার জন্য। তৈরি হয়ে যাবে ছানা।

বিশেষ তথ্য

দুধ বেশি জ্বাল দেবেন না ।

একবার ফুটে উঠলেই ভিনেগার দিয়ে দিতে হবে।

ছানাটা খুব বেশি ঠাণ্ডা পানিতে ধুবেন না এতে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

হাত দিয়ে পানি চেপে বের করবেন না।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত