ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

যেভাবে বুঝবেন প্রেমিক স্বেচ্ছাচারী হচ্ছে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১৪:২৪

যেভাবে বুঝবেন প্রেমিক স্বেচ্ছাচারী হচ্ছে

সবার মন জয় করে চলা সম্ভব নয়। তবে নিজের অজান্তেই হয়ত কিছু আচরণের কারণে অযথাই অপছন্দের পাত্রে পরিণত হচ্ছেন। দিন শেষে কেনো মানুষ আপনাকে দেখতে পারছে না তা নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না।

স্বেচ্ছাচারী স্বভাবের কারণেই একটা সময় প্রেমিককে আপনার অসহ্য লাগা শুরু হতে পারে। যদি এমনটা হয় তবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আগে আরেকবার ভাবুন। সত্যিই আপনার প্রেমিক স্বেচ্ছাচারী কি না তা বুঝে নিন নিচের উপায়ে-

১) স্বেচ্ছাচারী স্বভাবের হলে প্রেমিক আপনাকে কখনোই ব্যক্তিগত স্পেস দিতে রাজি থাকবে না।

২) আপনার সবকিছুতেই নাক গলানো তার প্রধান কাজ হয়ে দাঁড়াবে।

৩) আপনার মোবাইল ফোন ঘেঁটে দেখতেও সে দ্বিধা করবে না।

৪) বেশিরভাগ মানুষেরই ধারণা, প্রেমের সম্পর্কে থাকলে দুজন মানুষের মধ্যে ব্যক্তিগত বলে কিছু থাকতে নেই। এটি ঠিক নয়। প্রত্যেক মানুষেরই একান্ত ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে।

৫) স্বেচ্ছাচারী প্রেমিকেরা ভীষণ রকম স্বার্থপরও হয়। তারা অত্যন্ত অ্যাটেনশন সিকার হয়।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত