ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এনামূল হক পলাশ’র দুটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২১, ০১:৩০  
আপডেট :
 ২৬ জুন ২০২১, ০১:৩৪

এনামূল হক পলাশ’র দুটি কবিতা
ছবিঃ লেখক

লাবন্য দাশ এন্ড কোং

মানুষকে ব্যর্থ করে দিয়ে

কবে থেকে হয়েছিলো

এই কোম্পানির প্রচলন

গবেষণার অভাবে জানা যায়নি।

পর সমাচার এই যে,

আমরা সকলেই দমে দমে

লাবন্য দাশ এন্ড কোং রে মানি।

আমরা ভাটিয়ালের লোক

জরিনার বিশুদ্ধ প্রেমিক

বাঁশ বাগানে খাড়াইয়া থাকা লাশ,

ঘরে থাকে চিরচেনা লাবন্য দাশ।

সারাদিন বয়ে যাই জগতের ভার,

হচ্ছে না ঠিকঠাক করা সংসার।

আমাদের ঘরের খুঁটি গুলা বাঁশ,

ঘরের ভেতরে থাকেন লাবন্য দাশ।

নিমন্ত্রণ

পারলে একদিন যেও আমাদের বাড়ি,

বাড়ির পেছনে সুপারি গাছের সারি।

তারও পেছনে আছে মরা এক নদী,

কালের ইতিহাস জানাতে চায় নিরবধি।

সামনের পুকুর পাড়ে শিমুল গাছের ফুল,

উত্তরের খালপাড়ে আছে অজস্র জারুল।

বর্ষায় ছড়িয়ে পড়ে কদম ফুলের ঘ্রাণ,

রাতে হাসনাহেনার সুবাসে জুড়ায় প্রাণ।

পূর্ব দিকের চোখ পর্যন্ত খেলা করে ধান,

আর কিছুদূর গেলে আছে এগরার বাগান।

বাগানের পর ছোট ছোট ডোবা আর বিল,

যেইখানে ছোট বড় মাছ করে কিলবিল।

হিজল করচ দুভাই মিলে থাকেন দাঁড়িয়ে

লিলুয়া বাতাসে বালকবেলা যায় হারিয়ে।

এদিক ওদিক শালিক শ্যামা পানকৌড়ি উড়ে,

বকের চোখে অতিথি পাখি আর সরালি ঘুরে।

এইসব ডুবে গিয়ে যা হয় তার নাম হাওর,

এইখানে বানিজ্য করতো চাঁদ সওদাগর।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত