ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

মানুষের জিহ্বাস্ত্র ভয়ঙ্কর রকম

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১৮:৫৯

মানুষের জিহ্বাস্ত্র ভয়ঙ্কর রকম
প্রতীকী ছবি

এ ক'দিন আগেও চামচাবাজ পুরুষবেশ্যা

নারীর রূপে কামার্ত শুম্ভ নিশুম্ভ মহিষাসুর মনে বলতে শোনা যেত -

' আপনি মানবী নন, সাক্ষাৎ সাকার দেবী

ভুবনেশ্বরী রূপেশ্বরী

আপনিইত গুণেশ্বরী ধনেশ্বরী সিদ্ধেশ্বরী মুগ্ধেশ্বরী '

সে এখনও মহান মনে এক গাড়ি এক নারী প্রতিদিন ভোগ করেন।

সেদিনও যে তোষামুদে বেশ্যা নারীটি নির্জন হোটেল ক্যাফে রেস্টুরেন্ট কটেজ নীল সৈকতে

স্তব স্তুতি মনে বলেছিলো

' প্রিয় আকাশ,তুমি ছাড়া পৃথিবীর সব পুরুষই খোজা পুরুষ

নপুংসক -তুমিই আমার বীরপুরুষ।'

সে নারীটি এখন চিত্রনায়িকা মডেল।

স্তুতি স্তবে রাক্ষস রাজা রাবণ দেবাদিদেব

মহাদেবকে

পরাভূত করে অমরত্ব ছিনিয়ে এনেছিল;

ভষ্মাসুর যেভাবে মহাদেবের মৃত্যুর কারণ

হয়েছিল;

সেভাবেই চলছে জগৎ সংসার।

চামচামি স্তব স্তুতিতে জন্ম নেয় এক একজন মহাদেব ভগবতী; একদিন সামনে এসে স্তুতিখোর মানব মহাদেব দাঁড়িয়ে বলেন,' হে বৎস! হে প্রেমরাজ, হে মোহন! বলো তোমার কী চাই? '

কেউ কেউ বলেন -

হে সময়ের রাজন!আমার হৃদয়ের মহাদেব

আমি চামচামি অমরত্ব চাই

- তথাস্তু তাই হোক বৎস!

ব্যস! চলছে তো চলছেই।

সমস্বরে সামরিক কমান্ড মুখে চলছে আধাসামরিক মুখে মিনিটে অন্তত

'শ' খানেক

জ্বী স্যার আচ্ছা স্যার, করবো স্যার, পারবো স্যার, আপনার একান্ত

ইচ্ছে স্যার, মনে বলছে

বেসামরিক মুখে কেঁদে কেঁদে নাক সিকনি

ঘোলা জলে বলছে

ব্যস! চলছে তো চলছেই।

দেব দেবীর নানান অভিশাপ অস্ত্র ছলনা উৎপাটন অসামান্য ক্ষমতা মানুষ দিতে জানে না,কেড়ে নেবার ঐশ্বরিক ক্ষমতাও তার নেই

তাইত দিতে গিয়ে মরে গেছে পৃথ্বিরাজ

চিতোর দূর্গ রাজা রতন সিংহ রাণী পদ্মাবতী

সক্রেটিস নবাব সিরাজ ইন্দিরা গান্ধী

জাতির পিতা বঙ্গবন্ধু।

দানে সর্বস্ব হারিয়ে শ্মশান নিবাসী

হয়েছিলো রাজা হরিশচন্দ্র

অসুররাজ বলি মহারাজ ত্রিপাদ ভূমিদানের

প্রতিদানে

পাতালে উপোস করে হা করে শ্রাদ্ধের নৈবদ্য পানে তাকিয়ে থাকেন।

দেবতা ও মানুষের দানে পানে রয়েছে অসংখ্য চিরস্হায়ী বেদনা

সে চিরস্হায়ী বেদনা সংহারে মানুষ ভষ্ম হয়

দেবতা ঈশ্বর নিজেদের সামলে নিতে জানে

বোকা মানুষ জানে না।

স্তাবক বেশ্যাদের অকাতরে দান করতে

নেই

হোক সেটা ইচ্ছে শরীর কিংবা মন

হোক সামান্য অসামান্য তাতে কী?

মানুষ নিজেইত সম্পদ সম্পত্তি অমূল্য রতন

দান প্রতিদান সে নিবে চাইবে কেন?

বাঘ সিংহ বাজপাখি হাঙর দান দেয় না

কেড়ে নেয়;

মানুষেরও দেখাদেখি ঊর্বর চামচামি প্রজাতি মন;

মানুষের হাতে দাঁতে শক্তি কম

অদৃশ্য ক্ষমতাও নেই দেবতা অসুর মতোন;

চিরদিন মানুষের চিত্র বিচিত্র কাড়াকাড়ি মন

মানুষের জিহ্বাস্ত্র ভয়ঙ্কর রকম

তাইত মানুষ বেছে নিয়েছে

চামচা মনে নিরাপদ জীবন।

লেখক: রাজীব কুমার দাশ। প্রাবন্ধিক ও কবি পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত