ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

নীলা হারুন-এর ‘হিম ন্যাড়া গাছ’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

নীলা হারুন-এর ‘হিম ন্যাড়া গাছ’

ন্যাড়া গাছ ঠায় দাঁড়িয়ে

তার চারপাশে ধোঁয়ারঙ কুয়াশার মশারি

একটি শীতের সকাল ঘনিয়ে আসে,

পিঠার জারিত আস্বাদ, মুগের মিষ্টি বাতাসে।

একটি ন্যাড়া গাছ,

প্রশাখা বিস্তৃত করে দাঁড়িয়ে,

যেন আকাশপানে চেয়ে আছে

কোন নগ্ন শিশু বিহ্বল হয়ে।

তার পায়ের কাছে যেন জমা পড়ছে,

সদ্য কামানো চুলগুলি,

ঋতুনাপিত তবু হাদিয়া নিতে অপেক্ষা করে।

ন্যাড়া গাছের পা রাঙ্গা

ঝুরঝুরে শুকনো কমলা পাতায়,

যেভাবে রঙ্গে ডুবানো হয় লক্ষ্মীর ছাপ।

একজন অপরিচিত আগন্তুক কে দেখে

ন্যাড়া গাছ কাঁদে,

রূপহীন বিকট প্রশাখা সে

কি দিয়ে ঢাকে?

ও তো জানেনা যে তার ই ঝরে যাওয়া পাতায়,

গ্রাম্য চুলায় পিঠা খেতে আসা শহুরে মেহমান

চেয়ে দেখে-

ন্যাড়া গাছে এত পাখি ছড়ানো যে মনে হয় ওরা আসলে পাতা।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত