ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিক খন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২০, ১৮:৪৮

সাংবাদিক খন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট সাংবাদিক, সাবেক ছাত্রলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা সাংবাদিকতায় মোজাম্মেল হকের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খন্দকার মোজাম্মেল হক রাজধানীর বাড্ডার এএনজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকালে মারা যান। তার করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ ছিল বলে জানা গেছে।

গত শতকের আশির দশকে সুগন্ধা নামে একটি সাপ্তহিক প্রকাশিত হতো খন্দকার মোজাম্মেলের সম্পাদনায়। সেখানে ‘গেদু চাচার খোলা চিঠি’ নামে একটি কলাম লিখতেন তিনি, যেখানে সরস কথায় সামরিক শাসনের সমালোচনা করতেন তিনি। গেদু চাচার খোলা চিঠি ওই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত