ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ফিরোজ শাহ-এর একগুচ্ছ কবিতা

ফিরোজ শাহ-এর একগুচ্ছ কবিতা

মুক্তি

আকাশ ছেড়ে

কলাপাতার ওপরে বসে একটি শালিক

ক্লান্ত ঠোঁটে

খুলে ফেলছে নিজের ডানা

কলাগাছ শালিকের ডানা লাগিয়ে উড়ে যাচ্ছে আকাশে।

সংহার

দেয়ালঘড়ির

ভেতরে বাস করে তিনজন

ক্রমিক সঙ্গমে প্রেগন্যান্ট ঘন্টার কাঁটা

প্রসবের পর বৃত্তঘর থেকে বেরিয়ে এসে চারজনে

ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সূর্যের পোড়া মাংস।

চক্র

একটি কালো ছাগল

ঘাস খেতে খেতে পুরা বিকেলটাই খেয়ে বসে আছে

পাকস্থলীতে

সন্ধ্যা নেমে রাত আসে

পরদিন মলদ্বার দিয়ে বের হওয়া উজ্জ্বল ভোরের ঘ্রাণে

দুপুরের পেটে ঢুকে যাচ্ছে কালো ছাগল ।

চেকশার্ট

চেকশার্ট পরলে ঝরনা নামে শরীরে

আমিও পাহাড়

জলেরা যেতে যেতে

নির্মিত খালের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি

সমুদ্রে পৌঁছলে বোতাম ছিঁড়ে শার্টের চেকগুলো নেমে যাচ্ছে জলে।

জলবাগান

একটা হাঁস

নেমে যাচ্ছে পুকুরে

জলবাগানে

বৃষ্টিফুল ফুটছে আর ঝরছে

আষাঢ়ের ঘ্রাণে

হাঁসের ডুবসাঁতারে পালিয়ে যাচ্ছে মাছ।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত