ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

পুরোনো ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১৯:২৩

পুরোনো ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপি

প্রায় এক বছর আগের একটি ভিডিও ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২০ সালের একটি পুরোনো ভিডিও চালিয়ে রেডিও গুলিস্তান নামের একটি অনলাইন পোর্টাল এ গুজব ছড়াচ্ছে।

ডিএমপি জানায়, গত বছরের ১৩ মে দক্ষিণখান কোটবাড়ি এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় রাশি আক্তার নামের এক নারী ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান। একপর্যায়ে তার সহযোগীরা এসে পুলিশের একটি গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর আক্রমণ করেন। এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহতও হন।

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে রাশি আক্তারসহ ৩৫ জনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলাও করে। মামলার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেই পুরনো ঘটনার ভিডিও নতুন করে ছড়ানো হচ্ছে। এ ধরণের গুজবের বিরুদ্ধে সাইবার ক্রাইম টিম শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে ডিএমপি।

বাংলাদেশ জার্নাল/এসএমআর

  • সর্বশেষ
  • পঠিত