ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

উপসচিব সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের দাবি বিএফইউজের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ১৯:২৫

উপসচিব সুলতানা পারভীনের ক্ষমার আদেশ বাতিলের দাবি বিএফইউজের

সাংবাদিক নির্যাতনের জন্য দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের সাবেক ভেলা প্রশাসক সুলতানা পারভীনের দণ্ড বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

ওই আদেশের খবরে বিএফইউজে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে। সাংবাদিক নির্যাতনকারীকে ক্ষমা করায় গণমাধ্যমে চরম ক্ষোভ বিরাজ করছে বিধায় বিএফইউজে নেতৃবৃন্দ এই আদেশ বাতিলের আহবান জানান।

সোমবার অনুষ্ঠিত বিএফইউজের ৪ ইউনিয়নের সভায় এ আহবান জানানো হয় ।

সভায় নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করা হয়েছে। যা কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে কাম্য নয়। এটি গণতাস্তিক রীতিনীতি ও মানবাধিকার পরিপন্থী।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য শেখ নাজমুল হক সৈকত, আঙ্গুর নাহার মন্টিসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত