ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গৌরাঙ্গ স্বাধীন দেশের পাগল

  আল-রাজী মাহমুদ অনিক

প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ১৮:৫৮  
আপডেট :
 ২৬ মার্চ ২০২২, ১৯:১০

গৌরাঙ্গ স্বাধীন দেশের পাগল

গত রাতে দোজখ দেখেছে ঢাকা,

সাত দোজখের সমস্ত বিষাক্ত শ্বাপদ

বাঁকিয়ে তাদের লাল লকলকে জিভ

হিস হিস করে নেমে এসেছে ধরায়।

৩২ থেকে শুরু হয়ে শাহবাগ,

পল্টন, গেন্ডারিয়া, সদরঘাট,

প্রতিটি ইঞ্চি মাটি পুড়ে গেছে।

অপমানিত লাঞ্ছিত শোকে স্তব্দ বাংলা

মায়ের পোড়া বুকে লেগে আছে

সন্তানের ছোপ ছোপ রক্তের দাগ!

রাজপথে ট্যাংকের ঘড় ঘড়

অলিতে গলিতে থপ থপ বুটের আওয়াজ

উর্দি পড়া জানোয়ারে ছেয়ে গেছে দেশ

কামানের গগনবিদারী চিৎকার,

থেকে থেকে ফাঁটছে আকাশ।

হঠাৎ আর্তচিৎকার, পাশের বাড়ি জ্বলছে

বাতাসে ধেয়ে আসছে আগুন

ভয়, আতঙ্ক, শঙ্কায় শ্বাস থেমে গেছে

ছোট্ট শিশুর মুখ চেপে ধরেছে মা।

দরজায় থেমেছে জলপাই রঙা জীপ

ভেতরে তার মিশমিশে কালো মৃত্যু!

শাঁখারী বাজারের বাড়িতে সারি বেঁধে

বাবা মাকে গুলি করা হলো

চোখের সামনে ধর্ষিত হলো বোন

খাটের নিচে লুকিয়ে বেঁচে গিয়েছিল গৌরাঙ্গ

সে এখন নিজের দেশের ফুটপাতে শুয়ে বাঁচে

স্বাধীন দেশের মুক্ত স্বাধীন পাগল!

এত যন্ত্রণা এত রক্তের ঋণ

তাকাতে পারি না গৌরাঙ্গের চোখে

কষ্ট চেপে স্বপ্ন দেখি তবু

বাংলা তোমায় শুভ জন্মদিন।

লেখকঃ কবি ও সাংবাদিক

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত