ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নিয়াজুল হক এর তিনটি কবিতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:৪৮

নিয়াজুল হক এর তিনটি কবিতা

।। তাইলেই হবে।।

মাছকে

জল থেকে তুলে এনে

আপনাদের সামনে হাজির করেছি

তিনিই

আপনাদের হাতে

পুরস্কার তুলে দেবেন

তিনি একটি কাঠের চেয়ারে বসেছেন চেয়ারটা মাটিতে ঠেকে আছে

তিনি কিছুটা কাঠ এবং কিছুটা মাটি হয়ে আপনাদের আশীর্বাদ করে গেলেন

বস্তিবাসী আপনারা কিছু কি বুঝলেন?

তাহলেই হবে

।। দানো গিরগিটি।।

খাল কেটে জলই আনতে চেয়েছিলাম

যাতে মানুষের পিপাসা মেটে

আর দু'চারটে মৃতপ্রায় গাছকেও বাঁচানো যায়

জল দানো গিরগিটি হয়ে এখন আমাকেই গিলে ফেলতে চায়

অথচ আমি পুনর্মূষিক ভব বলতে গিয়ে

হঠাৎ থেমে গেলাম

।। অপ্রেম।।

একটা রেলস্টেশন চাই তোমার বাড়ির ঠিক কাছাকাছি

আর একটা চাই তোমার বাড়ি থেকে একটু দূরে

প্রথমটা তোমার বাড়ি যাওয়ার জন্য

আর দ্বিতীয়টা

তোমার সঙ্গে গল্প করার

এ জীবনে মন পুরল না তোমার সঙ্গে কথা বলে, প্রেম করে

দূর থেকে কেউ মুচকি হাসবে

কেউ আড়ালে গিয়ে বলবে

বুড়ো ঢ্যামনার রস কম নয়

তোমার অপ্রেমগুলোর দিকে হাত চলে যাওয়াকে

আজও আটকাতে পারলাম না

নিজের গালেও চড় মারতে পারি না

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত