ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সব খবর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০৯:০১

আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সব খবর

আজ সোমবার, ২২ আগস্ট ২০২২, ৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ। প্রতিদিনের মতো আজও নানান ঘটনা ঘটে চলেছে দেশের আনাচে-কানাচে। কোথাও সড়ক দুর্ঘটনা তো কোথাও আবার অগ্নিকাণ্ড। এছাড়া চুরি-ডাকাতি, হত্যাকাণ্ড, গুম-খুনের মতো ঘটনা তো আছেই। এর সবই উঠে আসে সংবাদমাধ্যমে।

দৈনন্দিন জীবনে তথ্যের কোনো বিকল্প নেই। আর এ তথ্যের জোগান দেয় দেশের জাতীয় দৈনিকগুলো। দেশের দৈনিকগুলোর প্রধান সব শিরোনাম নিয়েই আমাদের নিয়মিত আয়োজন ‘আজকের পত্রিকা’।

চলুন দেখে নেয়া যাক দেশের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো-

বাংলাদেশ জার্নাল- শ্রাবণ গেল ভাদ্র এলো বৃষ্টির দেখা নেই

বাংলাদেশ জার্নাল- আরও আঘাত আসতে পারে সবাই সতর্ক থাকুন- প্রধানমন্ত্রী

ইত্তেফাক- তারা বসে থাকবেনা, তারা আঘাত করবে- প্রধানমন্ত্রী

ইত্তেফাক- উত্তাল তাইওয়ান: ৩০ যুদ্ধবিমান ও পাঁচ চীনা যুদ্ধ জাহাজ মোতায়েন

প্রথম আলো- জ্বালানি-সংকট নিয়ে ভয়, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

প্রথম আলো- মোমেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ বাড়ছে দলে

সমকাল- লাশ চাই না, বিচার চাই

সমকাল- আস্থা নেই, রোগী ছুটছে বিদেশ

যুগান্তর- ইভিএমে ভোটের সিদ্ধান্ত

যুগান্তর- তিস্তা পানিবন্টন চুক্তির তাগিদ দেবে বাংলাদেশ

কালের কণ্ঠ- জানি আঘাত আরও আসবে-প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ- পণ্য পরিবহনে আবার বিএসসির জাহাজ ব্যবহারের চিন্তা

বাংলাদেশ প্রতিদিন- উদ্যোগেই শেষ খাল উদ্ধার

বাংলাদেশ প্রতিদিন- বোঝা হবে এলএনজির বিদ্যুৎ প্রকল্প

বণিক বার্তা- অর্থনীতিতে বড় চাপ, ৩৪ বিলিয়ন ডলারের অনিষ্পন্ন আমদানি দায়

বণিক বার্তা- কাজে ফেরেননি চা শ্রমিকরা, দাবিতে অনড়

বাংলাদেশ জার্নাল/মনির

  • সর্বশেষ
  • পঠিত