ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পিআইবি’র তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৮:০৮

চাঁপাইনবাবগঞ্জে পিআইবি’র তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে তিন দিনব্যাপী বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রির্পোটিং প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার সমাপনী দিনে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার আনওয়ার হোসেন অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) চাঁপাইনবাবগঞ্জের ২টি ভেন্যুতে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ও অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের আয়োজন করে।

বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান পিআইবি’র পরিচালক ইলিয়াস ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার আনওয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, টিআইবির প্রতিবেদক জিলহাস উদ্দীন নিপুন।

পিআইটি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমসহ সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজিদুল হক সাজু।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৭০ জন সংবাদিককে সনদ দেয়া হয়। এসময় পিআইবির প্রয়াত মহা-পরিচারক শাহ আলমগীরকে সম্মান জানিয়ে একমিনিট নিরাবতা পালন করা হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত